কিভাবে মনকে নিয়ন্ত্রণ আনবো? আমি ভীষন হতাশ।
কিভাবে মনকে নিয়ন্ত্রণ আনবো? আমি ভীষন হতাশ।
Add Comment
হতাশ মানুষদের কেউ পছন্দ করে না। সবাই পছন্দ করে আত্মবিশ্বাসী মানুষদের। এখন আপনিই ঠিক করুণ আত্মবিশ্বাসী মানুষ হবেন, না হতাশাগ্রস্ত মানুষ হবেন? মানুষের মন দু রকম। চেতন মন আর অবচেতন মন। বোকারা মনের ইচ্ছায় পরিচালিত হয় আর বুদ্ধিমান মানুষরা নিজের ইচ্ছায় মনকে পরিচালিত করে। এখন দেখুন, আপনি বোকা থাকবেন, না বুদ্ধিমান হবেন?
আপনি মূলত আবেগী মানুষ। আবেগ দিয়ে কবিতা লেখা যায়। জীবন চলে না। তাই আপনাকে বাস্তববাদী হতে হবে। হতাশ হওয়া চলবে না। আপনার হাত আছে, পা আছে। মেধা আছে। কোনো মানুষের চেয়ে আপনি কোন অংশে কম না। তাই সামনে এগিয়ে যেতে হবে। নিজের চিন্তা ভাবনা উন্নত করুণ। নিজেকে যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলুন। খুব কঠিন কিছু না। আপনি পারবেন।