কিভাবে হৃদয়বান হবো?
- কারো সাথে মিথ্যা বলা যাবে না।
 - কারো সাথে অযথা ফেক অভিনয় করা যাবে না।
 - কারো সাথে সম্পর্ক করে তার সাথে প্রবঞ্চনা করা যাবে না।
 - যদি প্রেম করেন তাহলে আগেভাগেই ভেঙে চুরে নেন যে সেটি কি মজা নেয়ার জন্য নাকি আসলেই সত্যিকার অর্থেই আপনি হৃদয় থেকে তাকে চান।
 - অন্যের প্রতি সহানুভূতিশীল হোন।
 - কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন না।
 - অন্যের মানসিকতাকে হার্ট করবেন না।