|
কি বাজারজাত করে গুগল প্রযুক্তি বিশ্বে এযাবৎকালের সবচেয়ে বড় চমক আনছে?
কি বাজারজাত করে গুগল প্রযুক্তি বিশ্বে এযাবৎকালের সবচেয়ে বড় চমক আনছে?
Add Comment
টেকজায়ান্ট গুগলের তৈরি বহুপ্রতীক্ষিত মডিউলার স্মার্টফোন বাজারে আসছে ২০১৫ সালে। ‘স্মার্টফোন’ বললেই যে ছবিটা আমাদের চোখে ভাসে, মাথার ভেতর চলতে থাকে যে র্যাম, রম আর পিক্সেলের হিসেব তার সবকিছুই পাল্টে দিতে পারে গুগলের প্রজেক্ট আরা’র মডুলার স্মার্টফোন।
এর সব থেকে বড় সুবিধা হবে আপনি চাইলেই এর যেকোন যন্ত্রাংশ পরিবর্তন, পরিবর্ধন করতে পারবেন। এজন্যই মূলত গুগল এটিকে বলছে ফ্রি এবং ওপেন হার্ডওয়্যার একটি প্ল্যাটফর্ম। যা ইলেকট্রনিক ওয়াষ্ট এর পরিমান অনেকাংশে কমিয়ে দেবে।
প্রজেক্ট আরা’র ফ্রেমগুলি
ফ্রেম সাইজ পেছনের মডিউল স্লট
Mini ৪৫ x ১১৮ x ৯.৭ মিমি ২ x ৫
Medium ৬৮ x ১৪১ x ৯.৭ মিমি ৩ x ৬
Large ৯১ x ১৬৪ x ৯.৭ মিমি ৪ x ৭
এ ব্যয়বহুল প্রজেক্টটিতে গুগলের পাশাপাশি কাজ করছে ম্যাসাচুসেটস বেইজড গবেষনা প্রতিষ্ঠান এনকে ল্যাবস এবং থ্রি-ডি সিষ্টেমস। স্মার্টফোনের ধারনা পাল্টে দেয়া এ প্রজেক্টটির প্রকাশ্য ঘোষনা আসবে ২০১৫ সালের প্রথম প্রান্তিকে।