কি ভাবে ব্যবসার উন্নতি ধরে রাখা যায়?
কি ভাবে ব্যবসার উন্নতি ধরে রাখা যায়?
ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। খুব সহজভাবে আপনাকে বিষয়টি আজকে এই পোষ্টের মাধ্যমে বুঝিয়ে দিব।
আজকে যে সমাধানটি আপনাকে দেওয়া হবে, এই সমাধানের মাধ্যমে আপনি যেকোনো ব্যবসাকে নিয়মিতভাবে মুনাফার মাধ্যমে এর উন্নতি ধরে রাখতে পারবেন।
আপনি মেনুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিং, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, বিটুবি, বিটুসি এবং ডিটুসি যেকোন ধরনের ব্যবসা করুন না কেন? আপনার জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে।
এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি একটি ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক বিষয়, তাই পোস্টটিকে মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনার ব্যবসায় বাস্তবায়ন করার চেষ্টা করুন।
ব্যবসাটি নিয়মিতভাবে উন্নতি করার জন্য কি দরকার?
আপনার ব্যবসার তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। আগেই বলে রাখছি, যেহেতু আপনি নিয়মিতভাবে মুনাফা করতেই থাকবেন, এখানে দুটি কথা গুরুত্বপূর্ণ এক হচ্ছে নিয়মিত আরেক হচ্ছে মুনাফা করা, কারণ এই দুটোকে সবাই ধরে রাখতে পারে না।তাই আপনাকে তিনটি বিষয়ের মধ্যে তিনটাকেই ইতিবাচক রাখতে হবে।
- লিকুইড ক্যাশ
- গ্রোথ
- প্রফিট
প্রতি দু মাস পর পর আপনার ব্যবসায় এই তিনটি বিষয়কে চেক রাখতে হবে।
👉 লিকুইড ক্যাশ – ব্যবসাকে ক্যাশ সমৃদ্ধির মধ্যে রাখতে হবে, কারণ Cash is king, Cash is everything. প্রোডাক্ট বিক্রি করেই তো আপনাকে ক্যাশসমৃদ্ধি হতে হবে তাই তো? জি হ্যাঁ তাই। এমন ভাবে ব্যবসা করতে হবে যাতে, আপনার কাছে ক্যাশ নিয়মিত থাকে। মনে রাখবেন চেক আপনার হাতে থাকলে হবে না, আপনার হাতে ক্যাশ ই থাকতে হবে।
👉 গ্রোথ – প্রতিমাসে আপনার কাস্টমারের সংখ্যা বৃদ্ধি হতে হবে। যদি গ্রোথ কমা শুরু হয়ে যায় তাহলে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং একশন নিতে হবে।
👉 প্রফিট – অবশ্য ব্যবসাকে প্রতি মাসে মুনাফার মাধ্যমে পরিচালনা করতে হবে, গ্রস প্রফিট এবং নেট প্রফিট মেন্টেন করে চলতে হবে।
এবার আসি এই পোষ্টের গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটি বিষয়ে কোনো সাধারণ বিষয় নয়, তিনটির মধ্যে অবশ্যই তিনটিকে ইতিবাচক রাখতে হবে, যা আমি আগেই বলে রেখেছি।
একটি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনি বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন;
ধরুন আপনি মিষ্টান্ন জাত পণ্যের ব্যবসা করছেন।
- আপনি মিষ্টি বিক্রি করছেন, আপনার হাতে ক্যাশ চলে আসলো, আপনার প্রফিট হল কিন্তু আপনার কাস্টমার বাড়ছে না। তাহলে আপনার সমস্যা তৈরি হবে।
- এবার আপনি মিষ্টি বিক্রি করলেন, আপনার প্রফিট হল কাস্টমারও বাড়তে শুরু করলো কিন্তু আপনার হাতে ক্যাশ থাকছে না। তাহলে আপনার সমস্যা তৈরি হবে।
- সর্বশেষ, এবার আপনি মিষ্টি বিক্রি করলেন, আপনার হাতে ক্যাশ চলে আসলো, কাস্টমারও বাড়তে শুরু করলো কিন্তু আপনার মুনাফা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আপনার সমস্যা তৈরি হবে।
আমি আগেই বলে দিয়েছি আপনাকে তিনটি বিষয়ের মধ্যে তিনটিতেই পজেটিভ রাখতে হবে। এখন আপনার আশেপাশে যে সমস্ত ব্যবসা দেখছেন যেগুলো সফলভাবে ব্যবসা করছে এবং দীর্ঘদিন টিকে রয়েছে, তাদের মধ্যে এই তিনটি জিনিস উপস্থিত ইতিবাচকভাবে রয়েছে।
তাই আপনাকে এমন কলাকৌশল, টিম মেম্বার, টেকনোলজি এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে যাতে আপনি মৌলিক এই তিনটি বিষয়ে ইতিবাচক থাকতে পারেন।
আমি আশা করব আপনি উত্তর পেয়ে গিয়েছেন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করবেন এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার প্রোফাইল ফলো করে পাশে থাকুন।