কীভাবে আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠব?
কীভাবে আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠব?
একটা সুন্দর কথা দিয়ে শুরু করা যাক…
আমাদের জীবনে কঠিন পরিস্থিতি কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে সবকিছু সমাধান হয়ে যাবে।
জীবনে আমরা প্রতিটা পর্যায়ে কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে হয়। কেউ বা তা সঠিকভাবে কাটিয়ে উঠে বা কেউ পারে না। কিন্তু দিনশেষে এইসব পরিস্থিতি থেমে থাকে না৷ এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সেইসব পরিস্থিতি মোকাবেলা করবেন।
০১) নীরব থাকেন। আপনি জানেন নীরব থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গুণ। যা দিয়ে অনেক কিছু করা সম্ভব। যে যাই বলুক তাতে কান না দিয়ে নীরবে শুনে আপনার নিজের কাজে ব্যস্ত থাকেন। আপনি স্টুডেন্ট হলে পড়াশোনা করুন আর চাকরিজীবী হলে চাকরিতে মনোযোগ দিন।
০২) নিজে একটা পরিকল্পনা করুন। মাথা ঠান্ডা করে একটা পরিকল্পনা করুন। আপনি যদি পরিকল্পনা মোতাবেক চলেন তাহলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আপনি পরিকল্পনা করার সময় অন্যদের পরামর্শ নিতে পারেন। (আপনি আমার কাছ থেকেও নিতে পারেন)
০৩) আপনি একবার চিন্তা করুন যে আপনি শুধু একা এই পরিস্থিতিতে নয় আরও মানুষ আছে আপনার মত।
০৪) নিজেকে অনুভব করার ট্রাই করুন। জীবন একটাই, আপনি একবার জন্মেছেন আর জন্মাবেন না। সো উপভোগ করার ট্রাই করুন।