কীভাবে আমার চুলকে আগের মত সুন্দর করতে পারব?
কীভাবে আমার চুলকে আগের মত সুন্দর করতে পারব?
Add Comment
আপনার কি পুরো মাথার চুলের এই অবস্থা নাকি মাথার নির্দিষ্ট জায়গার তা আমাদের জানাননি। তবে সম্ভবত আপনি যথাযথ ভিটামিন ও পুষ্টির অভাবে ভুগছেন। প্রচুর ভিটামিনযুক্ত খাবার, ফলমূল ও প্রোটিন খান। ভিটামিন বি কমপ্লেক্স; ই-ক্যাপ, ইত্যাদি খেতে পারেন। এছাড়া চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বায়োটিন ট্যাবলেট খেতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, মাথার তালুতে কন্ডিশনার লাগাবেন না এবং নির্দিষ্ট শ্যাম্পু (যা আপনাকে স্যুট করে) ব্যবহার করুন।