কীভাবে খারাপ অভ্যাস থেকে বিরত থাকা যায়?

    কীভাবে খারাপ অভ্যাস থেকে বিরত থাকা যায়?

    Train Asked on March 1, 2025 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      যেকোনো অভ্যাসই একদিনে ছাড়িয়ে যেতে পারবেন না। অভ্যাস ছাড়তে হলে কিছু নিয়ম মানতে হয়। এগুলো ব্যাক্তি অনুযায়ী ভিন্ন হয় এবং আমি আপনাকে আমার মতামত দিব।

      টার্গেট রাখুন আপনি আগামী ৩ ঘন্টা এই কাজটা থেকে বিরত থাকবেন এবং বিরত থাকলে পারলে নিজেকে একটা দারুন পুরষ্কার দিবেন।

      ৩ ঘন্টা পূরন হয়ে গেলে আবার টার্গেট করুন আগামী ৬ ঘন্টা কাজটা থেকে বিরত থাকবেন এবং থাকতে পারলে নিজেকে একটা দারুণ পুরষ্কার দিবেন।

      এভাবে ৯ ঘন্টা, ১২ ঘন্টা তারপর ১দিন, ৩দিন,৫দিন এরকম করে আপনি আপনার মতো করে চালিয়ে যান। মনে রাখবেন পুরষ্কার দেওয়া বাধ্যতামূলক, কারন মানব মস্তিষ্ক সব-সময় পুরষ্কার পেতে চায়।তাই মস্তিষ্ককে পুরষ্কার দিয়ে শান্ত রাখুন এবং খারাপ অভ্যাস ত্যাগ করে ফেলুন।

      Professor Answered on March 1, 2025.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.