কীভাবে চেহারার কালো ভাব দূর করব?
কীভাবে চেহারার কালো ভাব দূর করব?
Add Comment
আমরা হয়ত আমাদের ত্বকের অনেক ধরনের পরিচর্যাই করে থাকি কিন্তু তা ধৈর্য সহকারে করি না। আমরা কিছুদিন পরিচর্যা করার পরই আবার বাদ দিয়ে দিই। তাই প্রতিদিনই নিয়ম করে ত্বকের পরিচর্যা করা উচিত। এর জন্য অবশ্যই প্রাকৃতিক বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারেন। লেবু ও মধুর একটি মিশ্রণ এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের ময়লা কাটিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়া জন্মগতভাবেই হয়ত অনেকেরই হাত পায়ের চেয়ে মুখেল ত্বক কিছুটা কালচে হয়ে থাকে। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত পরিচর্যায় এর সমাধান সম্ভব।