কীভাবে জানতে পারবো মেয়েটি আমাকে পছন্দ করে কিনা?
কীভাবে জানতে পারবো মেয়েটি আমাকে পছন্দ করে কিনা?
আপনার আগের কথা বিবেচনায়্, আপাতত আপনার মেয়েটির ভালো বন্ধু হয়েই থাকা ভালো। মেয়েটা হয়তো আপনাকে শুধু বন্ধু হিসেবেই পছন্দ করে। এখন মেয়েটার মনের কথা জানতে গিয়ে যদি মেয়েটা জেনে যায় যে আপনি ওকে ভালোবাসেন তখন মেয়েটার কষ্ট হবে এবং হতে পারে আপনাদের বন্ধুত্বটা আর এখনকার মত থাকবে না, দুজনে আর সহজ হতে পারবেন না। আর এসব দুশ্চিন্তায় দুজনেরই পরীক্ষা খারাপ হবে। অন্যদিকে বন্ধু হয়ে দুজনেই আনন্দে থাকবেন, পরীক্ষাও ভালো হবে। তাছাড়া কলেজ থেকে নতুন ভার্সিটিতে ভর্তি হয়ে নতুন পরিবেশে তার, আপনার নতুন নতুন বন্ধু হবে, ম্যাচিউরিটি লেভেল বাড়বে, আস্তে আস্তে তখন দেখবেন কলেজের এসব ভালোলাগাকে হয়তো তখন আর ভালোবাসা মনে হবে না, নিখাদ বন্ধুত্বই মনে হবে। আপনি যদি সত্যিকারের ভালোবাসা চান তাহলে আরো সময় নিন, কলেজ আমলের ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিদিন অগ্রসর হয় না, কষ্টই দেয়।