কীভাবে বুঝবো আমার এইডস হয়েছে কিনা?
কীভাবে বুঝবো আমার এইডস হয়েছে কিনা?
Add Comment
সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত আদানপ্রদান করার আগে কিছু নির্ধারিত পরীক্ষা করা হয়। তার মধ্যে এইচ আই ভি আছে। আপনি আগে পরীক্ষা করে দেখে তারপর ডাঃ এর পরামর্শ নেবেন। এই ভাইরাস দীর্ঘ দিন লক্ষণ প্রকাশ ছাড়াই দেহে ঘুমিয়ে থাকে এবং ভাইরাস আক্রমণ হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায়। এর ফলে ঘন ঘন অসুখ হয়। ডায়রিয়া যক্ষা কাশি এরকম অসুখই বেশি হয়।