কীভাবে সহজে ইংরেজি শিখতে পারি?
কীভাবে সহজে ইংরেজি শিখতে পারি?
বর্তমান যুগে মাতৃভাষা জানার পাশাপাশি, ইংরেজি ভাষায় পারদর্শী হওয়ার গুরুত্ব অনস্বীকার্য। কারণ এখন মানুষ দেশে বিদেশে পাড়ি দিচ্ছে, আর ভৌগোলিক সীমা অতিক্রম করে, একে অপরের সাথে যোগসূত্র স্থাপন করছে। কিন্তু এই ইংরেজি ভাষা রপ্ত করার সহজ উপায় কী?
বঙ্গানুবাদ —
ইংরেজ দার্শনিক ও কূটনীতিজ্ঞ ব্যক্তি ফ্রান্সিস বেকন বলেছিলেন পড়ার অভ্যাস মানুষকে সম্পূর্ণ করে, সম্মেলন মানুষকে তৈরী করে, লেখা মানুষকে সঠিক করে।
চিত্র।
কোনো কিছু শিখতে গেলে, একটু সময় দিতে হবে এবং ধৈর্য্য ধরতে হবে। সেইটুকু সময় ও ধৈর্য্য থাকলে সহজেই ইংরেজি শিখে ফেলা যাবে।
- পড়ার অভ্যাস
- নতুন কিছু শিখতে হলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হল অভ্যাস। মনে করে দেখুন, ছোটবেলায় আমরা কতবার অ-আ-ক-খ লিখেছি, বলেছি। তাই তো আমরা সাবলীল ভাবে আজ বাংলায় কথা বলতে ও লিখতে পারি। ঠিক তেমন, ইংরেজি ভাষা করায়ত্ত করতে গেলে, পড়ার অভ্যাস তৈরী করতে হবে। আপনি যেকোনো বই বা দৈনিক খবরের কাগজ, বা পত্রিকা পড়তে পারেন। প্রথমে সময় লাগবে, ধীরে ধীরে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনি সহজেই ইংরেজি পড়তে পারছেন।
চিত্র
- অজানা শব্দ জানা —
ছবিতে ইংরেজি ভাষার বঙ্গানুবাদ: ইংরেজি অভিধান।
- খবরের কাগজ, বই, বা পত্র-পত্রিকা পড়তে পড়তে, এমন অনেক শব্দ আপনি দেখতে পাবেন, যেগুলির অর্থ আপনার অজানা। ভয় পাবেন না। হাতের কাছেই রেখে দিন এক অভিধান, বা ডিকশনারি।
- অভিধান দেখলে আপনি শব্দের অর্থ, ব্যুৎপত্তি, উচ্চারণ, ও ব্যবহারের পদ্ধতি জানতে পারবেন। কিন্তু ওই শব্দ মনে রেখে, পুনরায় নিজে কথা বলার সময়ে ব্যবহার করার জন্য, আপনার প্রয়োজন নিজস্ব এক শব্দভাণ্ডার, বা stock of word।
চিত্র
- শব্দভান্ডার তৈরী —
- বাংলা ভাষা বলার বা লেখার সময়ে, একই শব্দ বারংবার ব্যবহার করলে যেমন শ্রুতিকটু লাগে, ইংরেজি ভাষায় সুন্দর ভাবে লেখা ও কথা বলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যত নতুন শব্দ জানতে ও মনে রাখতে পারবেন, আপনার লেখা ও কথা ততই মনোমুগ্ধকর হবে।
- তাই ওই অভিধানটি যতবার দেখবেন, নতুন জানা শব্দটির পাশে একটা চিহ্ন দিয়ে রাখবেন, যে ওটা আপনার শেখা হয়েছে।
- তারপর, একটা খাতায় বা ডায়রিতে সেই শব্দটি লিখে, তার অর্থ আপনি নিজের ভাষায় লিখবেন।
- একটি সরল বাক্য গঠন করে, সেটি ওইদিন আপনার দৈনিক বাক্যালাপ-এ ব্যবহার করতে ভুলবেন না। যখন কেউ ওই শব্দটির অর্থ আপনাকে জিজ্ঞাসা করবে, তাকে উদাহরণ সহ ওই শব্দটি বুঝিয়ে দিলে, আপনি ওই শব্দটি আর কোনোদিন ভুলবেন না। এইভাবে, আপনার শব্দভান্ডার বৃদ্ধি পাবে।
- বাংলা ভাষা বলার বা লেখার সময়ে, একই শব্দ বারংবার ব্যবহার করলে যেমন শ্রুতিকটু লাগে, ইংরেজি ভাষায় সুন্দর ভাবে লেখা ও কথা বলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যত নতুন শব্দ জানতে ও মনে রাখতে পারবেন, আপনার লেখা ও কথা ততই মনোমুগ্ধকর হবে।
চিত্র
- ব্যাকরণ —
ছবিতে ইংরেজি লেখার বঙ্গানুবাদ: ব্যাকরণের বিভিন্ন পদ।
- কয়েকটি শব্দ দিয়ে তৈরী হয় একটি অর্থপূর্ণ বাক্য। তাই পরবর্তী পদক্ষেপ, অর্থপূর্ণ বাক্য গঠন, যার জন্য প্রয়োজন ব্যাকরণ সম্পর্কে জ্ঞান। আমি যদি বলি, I books read, তাহলে এই শব্দগুলোর কোনো মানে হয় না। আমাকে লিখতে হবে, I read books, অর্থাৎ আমি বই পড়ি। এখানে, I একটি সর্বনাম বা প্রনাউন (Pronoun), read একটি ক্রিয়াপদ বা ভার্ব (Verb), books একটি বিশেষ্য বা নাউন (Noun)। ব্যাকরণে পারদর্শী হওয়ার জন্য,
- একটি বিদ্যালয়ের স্তরে ইংরেজি ব্যাকরণ বই প্রয়োজন। সেই ব্যাকরণ বই পড়ে নিয়মগুলো একে একে আয়ত্ত করে, কয়েকটি অনুশীলনী সমাধান করলে, আপনি নিয়মগুলো বুঝতে ও মনে রাখতে পারবেন।
- সঠিক ব্যাকরণে, আপনার লেখা অনিন্দ্যসুন্দর ও ত্রুটিমুক্ত হয়ে উঠবে।
- কয়েকটি শব্দ দিয়ে তৈরী হয় একটি অর্থপূর্ণ বাক্য। তাই পরবর্তী পদক্ষেপ, অর্থপূর্ণ বাক্য গঠন, যার জন্য প্রয়োজন ব্যাকরণ সম্পর্কে জ্ঞান। আমি যদি বলি, I books read, তাহলে এই শব্দগুলোর কোনো মানে হয় না। আমাকে লিখতে হবে, I read books, অর্থাৎ আমি বই পড়ি। এখানে, I একটি সর্বনাম বা প্রনাউন (Pronoun), read একটি ক্রিয়াপদ বা ভার্ব (Verb), books একটি বিশেষ্য বা নাউন (Noun)। ব্যাকরণে পারদর্শী হওয়ার জন্য,
চিত্র
- লেখা —
- কথা আমরা সবাই বলি, লেখাটাই কিন্তু কম হয়। তাই প্রতিদিন, সময় করে একটি ছোট্ট রচনা লিখুন। যেকোনো বিষয়ের উপর। খুব ভালো হয়, যদি ইংরেজি জানা কোনো ব্যক্তিকে দিয়ে ওই লেখাটা পড়াতে পারেন, যাতে ভুলগুলো আপনি সংশোধন করে নিতে পারেন।
চিত্র: গুগল থেকে সংগৃহীত।
- লজ্জা ও ভয় না পাওয়া —
ছবিতে ইংরেজি উক্তির বঙ্গানুবাদ: আমি পারবো না বাক্যটি থেকে, না শব্দটি বাদ দিতে হবে।
- আমরা প্রথম যখন হাঁটতে শুরু করেছিলাম, আমরা পড়ে যেতাম। আমরা কিন্তু লজ্জা পেয়ে হাঁটা বন্ধ করে দিই নি। ঠিক সেইরকম, ইংরেজি (বা যেকোনো ভাষা) শিখতে শুরু করার পর, অনেক ভুলভ্রান্তি হবে এবং সেটাই স্বাভাবিক। আপনি সেই ভুলের জন্য লজ্জা ও লোকের মন্তব্য শুনে ভয় পাবেন না, এই ব্যাপারে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।
- কথা আছে, কাজ করি আমরা; ভুল করি তাই।ভুল করলে, তবেই তো আমরা শিখব। আর লোকে কী বলল, সেটা নিয়ে ভাবা বৃথা।
চিত্র
উপরিউক্ত উপায়গুলি অবলম্বন করলে, আপনি নিশ্চয়ই ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে উঠবেন এবং তার সাথে, ইংরেজি ভাষার প্রতি মাতৃভাষার মতো ভালোবাসাও জন্মাবে।