কী করে দুটি ফেসবুক আইডি ফেরত পাবো?
কী করে দুটি ফেসবুক আইডি ফেরত পাবো?
ফেসবুকের নিয়মানুযায়ী একটি মোবাইল নাম্বার শুধুমাত্র একটি অ্যাকাউন্টে ব্যবহার করা যায়। যখনই একটি মোবাইল নাম্বার একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করতে যাবেন, তখনই আগের অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল নম্বর অটোম্যাটিক্যালি ডিলিট হয়ে গিয়ে আপনি যে অ্যাকাউন্টে মোবাইল নাম্বার add করছেন সেটাতে add হয়ে যাবে এবং সেই account এর জন্য verification code আসবে। আপনার প্রশ্ন পড়ে আমার মনে হচ্ছে আপনার ক্ষেত্রেও ব্যাপারটা এমন। যখন আপনি email ID দিয়ে তৈরি করা FB account এ মোবাইল নম্বর add করেছেন, তখনই আপনার mobile number দিয়ে রেজিস্ট্রেশন করা account টা আর কাজ করছে না। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনার email ID দিয়ে খোলা account এর ফোন নম্বর বদলে অন্য কোন নম্বর দিন এবং সেই নম্বর দিয়ে verification complete করুন। তারপর দেখুন আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে খোলা account এ login করতে পারেন কিনা।