কেউ যদি হাসতে হাসতে কথায় কথায় খোঁটা দেয়, তাহলে কী করব?
কেউ যদি হাসতে হাসতে কথায় কথায় খোঁটা দেয়, তাহলে কী করব?
ধৈর্য অবলম্বন কর। মনে রাখবে অহংকারী লোক আল্লাহর দুশমন। আল্লাহ চাইলে অহংকার করার সাথে সাথে শাস্তি দিতে পারেন। কিন্তু দেননা কারণ মানুষ যেন ধৈর্য অবলম্বন করার সুযোগ পায়। আর ধৈর্য হল ঈমানের অর্ধেক। যার বিনিময়ের কোন সংখ্যা নির্ধারিত নেই। যদি তোমার ধৈর্যের ক্ষমতা না থাকে তাহলে পরকালের কথা বাদ দিয়ে দুনিয়ার কথা চিন্তা কর। এ অবস্থায় তুমি সামর্থ থাকলে তাকে তার অহংকারের কথা বলে দাও। প্রয়োজনে তোমার মানহানী করলে তুমিও তার মানহানী কর। যদি তাও না পার তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। মনে কর মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ উপকারী জিনিষ। যখন কেনসার হয় বা কোন কারণে অকেজো হয়ে কোন অঙ্গ যন্ত্রনাদায়ক হয় তখন তা বিচ্ছিন্ন করে ফেলতে হয়। নাহয় তার কারণে সমস্ত শরীর যন্ত্রনায় ভোগতে হয়। এখানেও ঠিক সেইরূপ মনে করতে হবে। তবে আমি প্রথম প্রকার কর্মেই সন্তুষ্ট ।