কেন কেউ আমার প্রেমে পরে না?
” কেন আপনার প্রেমে পড়ে না ‘ এটা আপনার প্রশ্ন ।
আপনি কি কারো প্রেমে পড়েন ?
যদি পড়েন কার/ কাদের প্রেমে পড়েন ?
কেন তার/ তাদের প্রেমে পড়েন ?
বিরক্ত হলেন গুলো প্রশ্ন করলাম বলে ? আসলে সবাই প্রেমে পড়ে কোনো না কোনো কারণে ।হতে পারে রূপ বা হতে পারে গুন বা হতে পারে অর্থ লালসা ।
তবে সব ক্ষেত্রে নয় , যেমন বহু ইন মেলামেশা করার ফলে বন্ধুত্ব তৈরি হয় ও বিশ্বাস ,আস্থা জন্ম হয় তার থেকে প্রেম হতে পারে ।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না ,উদ্দেশ্য লুকিয়ে থাকে সেই জন্য প্রেমে পড়ে ।
আর কে বলেছে আপনার প্রেমে পড়েনি কেউ ? আপনার বাবা/মা আপনার প্রেমে পড়ে আছে । ওটাও একটা প্রেম যা বাৎসল্য প্রেম বলে ।
আপনার উত্তর হয়তো পেয়েছেন একটু সহজ ভাবে ।