কোঁকড়া চুলের যত্ন নিবো কীভাবে?
কোঁকড়া চুলের যত্ন নিবো কীভাবে?
Add Comment
সপ্তাহে ৩-৪ দিন অয়েল ম্যাসেজ করবেন। কোঁকড়া চুল গোসলের পর সহজে শুকাতে চায় না। গোসলের পর খেয়াল রাখবেন যেন চুল ভালোভাবে শুকায়। কোঁকড়া চুল অনেকটা রাফ হয়ে থাকে। এর জন্য ডিম, মেথি, মেহেদী, আমলকী, টক দই ইত্যাদি ব্যবহার করতে পারেন। কোঁকড়া কিংবা ঢেউ খেলানো চুলে কখনই হেয়ার ব্রাশ ব্যবহার করা উচিত না। কারণ এই ধরণের চুলে ব্রাশ ব্যবহার করলে চুলে চট লাগে এবং চুল ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোঁকড়া কিংবা ঢেউ খেলানো চুলে বড় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত।