কোন জিনিসগুলি জীবনে কখনও ভুলে যাওয়া উচিত নয়?
কোন জিনিসগুলি জীবনে কখনও ভুলে যাওয়া উচিত নয়?
Add Comment
- হাঁটতে ভুলে গেলে খুব বিপদ।
- কথা বলা ভুলে গেলেও মুস্কিল।
- স্বাক্ষর করা ভুলে গেলে ব্যাংক থেকে টাকা তোলা মুস্কিল।
- ডেবিট কার্ডের পিন, মেইল এর পাসওয়ার্ড মাঝে মধ্যে ভুলতে পারেন, কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ।
- বাড়ির ঠিকানা ভুলে গেলে হয় আপনি খুব প্রতিভাবান, নাহলে পাগল।
- সময় মত খেতে ভুলবেন না।
- সুকুমার রায় কে নকল করে বলি( তবে সবার থেকে বেশি ভালো, পাউরুটি আর ঝোলা গুড় ), আপাতত আপনি সব ভুলে যান ক্ষতি নেই, কিন্তু বাইরে বেরোলে মাস্ক পরতে ভুলবেন না।