কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
Add Comment
১. সফল হওয়ার জন্য কখনো বই পড়া থেকে বিরত হবে না।
২. অন্যের জন্য নিজের লক্ষ্য থেকে সরে আসবেনা।
৩. কখনও কারো পোশাক দেখে তার ম্যান বিচার করবেনা।
৪. কোনো সময় গরীবের কাছে দর কষাকষি করবে না।
৫. টাকার জন্যে কাজ নয়, শেখ কিভাবে টাকা তোমার হয়ে কাজ করে দেবে।
৬. ঋণ করে জিনিস কিনবে না, নাহলে তা সম্পদ হওয়ার বদলে দায় হয়ে দাঁড়াবে।
৭. নিম্ন চিন্তাশীল মানুষকে বন্ধু বানাবে না।
৮. ধূমপান, মদ ও অন্য মাদক দ্রব্য থেকে দূরে থাকবে।
৯. অজ্ঞাত কুলশীল ব্যাক্তিকে সহজে বিশ্বাস করবে না।
১০. ক্রমশ নতুন কিছু শেখার পথে কখনও থামবেনা।