কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
Add Comment
- রাস্তায় কখনো এমন আচরণ করবেন না, যাতে করে কোনো মেয়ে অসহায় ফীল করে।
- রাতের বেলা কখনো কারো সাথে কোনো আবেগপ্রবণ কথা কিংবা সিরিয়াস কথাবার্তা বলবেন না। রাতের কথাগুলো ডায়েরি তে লিখে রাখুন, দিনের বেলায় দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন, তা কতটা অযৌক্তিক ছিল।
- আপনি যদি নারী হন, তাহলে সবসময় আপনার খরচ (রেস্টুরেন্ট বিল, কসমেটিক্স বিল) আপনার প্রেমিকের উপর চাপিয়ে দিবেন না। স্বামী হলে ভিন্ন কথা।
- কাউকেই, কাউকেই নিজের খুব আপন ভেবে গোপন কোনো কথা বলতে যাবেন না। এটি করে জীবনে অসংখ্যবার পস্তাতে হয়েছে।
- নিজের লাইফ পার্টনার এর সাথে কখনোই অসৎ হবেন না। কারণ, সৃষ্টির নিয়ম, প্রতিটি ক্রিয়ার ই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।