ক্যারিয়ারের প্রতি অধিক মনোযোগী হতে কোন কোন বিষয় জীবন থেকে বাদ দেয়া অতি প্রয়োজনীয়?
ক্যারিয়ারের প্রতি অধিক মনোযোগী হতে কোন কোন বিষয় জীবন থেকে বাদ দেয়া অতি প্রয়োজনীয়?
Add Comment
- অন্যের প্রতি বেহুদা চুলকানি থাকলে তা পরিহার করুন।
- নিজের উপর মনোনিবেশ করুন।
- নিজেকে জানুন।
- বন্ধুবান্ধবকে খুব একটা গুরুত্ব এবং পাত্তা দেয়া যাবে না।
- আবেগের ঊর্ধ্বে উঠে নিজের মধ্যে বস্তুবাদী চিন্তার প্রসার ঘটাতে হবে।
- সবকিছু নিজের মতো করে পেতে চাইতে যাওয়া যাবেনা;বরং সবকিছুকে দেখতে হবে একটি হলিস্টিক অ্যাপ্রোচ থেকে।
- সামাজিক মাধ্যমের অ্যাডিকশন এবং নিজের উপর নিয়ন্ত্রণহীন চলাফেরা বন্ধ করতে হবে।
- নিজের কাজ নিজেকে সম্পন্ন করতে হবে; অন্যকে দিয়ে কোন কাজ করানো যাবে না।
- যে কাজটি করবেন,তা ভালোভাবে করুন; ভাসাভাসাভাবে এবং আলগাআলগিভাবে কোনো কিছু অর্জন করা যায় না।