খাঁচায় কোন ধরনের পাখি পালন করা যায়?
খাঁচায় কোন ধরনের পাখি পালন করা যায়?
খাঁচায় পাখি পালন করা উচিত না। একবার ভেবে দেখুন যে পাখিও আমাদের মতই একটি নিরীহ প্রাণী যারও ইচ্ছা হয় মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে, তারও ইচ্ছা হয় মায়ের মুখের খাবারটি আদরের সাথে গ্রহণ করতে, তারও ইচ্ছা হয় বাচ্চা পাখিদের সাথে নিয়ে উড়তে শেখাতে। পাখিকে খাঁচায় বন্দী করলে তার স্বাধীনতা হরণ করা হয়, মৃত্যু সমতুল্য জীবন দান করা হয়। আপনি খাঁচায় পাখি পালনের চিন্তা বাদ দিয়ে বরং সেই পাখিগুলোকে মুক্ত করুন যেগুলোকে কিছু দানবাকার মানুষ খাঁচাবন্দী করেছে।
তারপরও আপনার যদি মনে হয় যে আপনি পাখি পালন করবেন তাহলে কবুতর মুক্ত কোনো স্থানে পালন করতে পারেন। এটিকে আপনি ছেড়ে দিয়েও বশ মানাতে পারবেন। কবুতর এর আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। শুধু ছাদের উপরে বা আলাদা বাঁশের তৈরি ঘর বানিয়ে দিতে হয় এবং নিয়ম করে খাবার দিতে হয়। খাবারের মধ্যে এরা চাল, ভাত সবই খেয়ে থাকে। এছাড়া গোসলের জন্য আলাদা চৌবাচ্চাও করে দিতে পারেন।