খালা নিজের অজান্তে চুরি করে, কী করা যায়?
খালা নিজের অজান্তে চুরি করে, কী করা যায়?
হ্যাঁ, এটা একটি রোগ। এর নাম ক্লেপটোম্যানিয়া। পৃথিবীর বিখ্যাত অনেক ব্যক্তির এই সমস্যা ছিল বলে প্রচার রয়েছে। এ সমস্যা যাঁর থাকে, তিনি যখন-তখন দোকান, বিমানবন্দর বা হোটেল-রেস্তোরাঁ এমনকি কারও বাসা থেকে বিভিন্ন জিনিস ‘চুরি’ করে নিয়ে আসেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যা তিনি নিয়ে আসেন, তা তাঁর ব্যক্তিগত কোনো প্রয়োজনে লাগে না বা টাকার জন্য তিনি সেটি বিক্রিও করেন না। সাধারণ চুরির সঙ্গে এখানেই পার্থক্য। এই আচরণ বারবার করে থাকেন এবং জিনিসটি নেওয়ার আগে তাঁর মধ্যে এক তীব্র উৎকণ্ঠা বা দুশ্চিন্তা তৈরি হয়। সফলভাবে জিনিসটি নেওয়ার পর তিনি স্বস্তি বা আরাম অনুভব করেন। যতক্ষণ সেটি তাঁর কবজায় না আসছে, ততক্ষণ তাঁর মানসিক চাপ কমে না। কাউকে ক্ষতিগ্রস্ত করা, প্রতিশোধ নেওয়া বা বিক্ষুব্ধ হয়ে কাজটি তিনি করেন না। লুকিয়ে নিয়ে আসা জিনিসটি তিনি কখনো ফেলে দেন বা লুকিয়ে রাখেন বা মালিকের অগোচরে সেটি জায়গামতো ফিরিয়ে দিয়ে আসেন। পুরুষদের চেয়ে নারীদের এই সমস্যা বেশি, আর প্রতি এক হাজার মানুষের মধ্যে প্রায় ছয়জনের এই সমস্যা রয়েছে বলে গবেষকেরা মনে করেন। সুতরাং খালার প্রতি রাগ না করে তাঁকে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
অথই নীলিমা
প্রভাষক
পদার্থবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়