‘গৃহিনী’ কে কি নারীদের পেশা হিসেবে আখ্যায়িত করা যায়?
গৃহিনী কে কি নারীদের পেশা হিসেবে আখ্যায়িত করা যায়?
গৃহিনী শব্দটির সাথে সবারই একটি পরিচিতি আছে। যারা গৃহের কাজে দিন “গুজরান” করেন অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যারা গৃহের সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে, রান্নাবাড়া, পরিস্কার, পরিচ্ছন্নতা, সন্তান লালন পালন ইত্যাদি কার্য সমাধা করে থাকেন তাদেরকেই গৃহিনী বলে। কিন্তু এটাকে কি আদৌ পেশা বলে আখ্যায়িত করা যাবে?
সাধারণত পেশার সাথে অর্থের একটা সংযোগ রয়েছে। প্রকৃত অর্থে পেশা বলতে সেটাই বুঝানো হয় যা করে কেউ অর্থের বিনিময়ে সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে। কিন্তু ভেবে দেখুন “গৃহিনী” নামক কথিত সেই পেশায় কি আদৌ সেরকম ব্যাপার আছে? একেবারেই নেই। তাই গৃহিনী নামক এই শব্দটি কখনই একটি পেশা নয়। আসুন জেনে নিই এর পক্ষে আরও কিছু কারণ সম্পর্কে।
কেন পেশা নয় :
– গৃহিনী কোনো পেশা নয় কারণ মাস শেষে এখানে সেলারি হয় না।
– গৃহিনী কোনো পেশা নয় কারণ এখানে আট ঘন্টা ডিউটির কোনো নিয়ম নেই।
– গৃহিনী কোনো পেশা নয় কারণ এখানে টিএ/ডিএ’র সিস্টেম নেই।
– গৃহিনী কোনো পেশা নয় কারণ এখানে লাঞ্চ ব্রেক নেই, সাপ্তাহিক ছুটি নেই, অসুস্থতার দোহাই দিয়ে ছুটি নেই, উৎসাহ ভাতা, বোনাস ভাতা কিচ্ছু নেই।
– গৃহিনী কোনো পেশা নয় কারণ এখানে মাতৃত্বকালীন ছুটি নেই।