ঘুমালে মুখ থেকে থুতু বের হয়ে আসে, কী করবো?
ঘুমালে মুখ থেকে থুতু বের হয়ে আসে, কী করবো?
Add Comment
হজমের সমস্যা হলে এমন হতে পারে। খাবার ভালভাবে চিবিয়ে খাবেন। এছাড়া টেনশন, বেশি বেশি উদ্বিগ্ন হওয়া, বেশি উত্তেজিত হওয়া , বিভিন্ন কারণেই হতে পারে। কিছুদিন প্রোটন পাম্প ইনহিবিটর, ডমপেরিডন ঔষধ খেয়ে দেখুন। সাথে এমিত্রিপ্টিলিন ও খাবেন।
ডাঃ এম রহমান রাজীব
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ
ইস্পাহানী ইসলামিয়া আই হসপিটাল,
ফার্মগেট