চোখ ট্যারা হওয়া কি জন্মগত সমস্যা?
চোখ ট্যারা হওয়া কি জন্মগত সমস্যা?
Add Comment
চোখ ট্যারা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যেমনঃ
ক. জন্মগতভাবে চোখের কোন পেশী বা স্নায়ুতে সমস্যা হলে।
খ. দুই চোখের লেন্সের পাওয়ারের তারতম্য হলে।
গ. কোন আঘাত বা ইনফেকশন থেকে চোখের স্নায়ু বা পেশী ক্ষতিগ্রস্ত হলে।
ঘ. চোখের মনির ওপর দৃষ্টিপ্রতিবন্ধক কোন ক্ষত সৃষ্টি হলে বা টিস্যু বৃদ্ধি পেলে।
চোখের ট্যারা হওয়া বা এ্যাস্টিগমেটিজম সবসময়ই যে জন্মগত সমস্যা, এমনটা নাও হতে পারে। ছোটদের চোখে এমন সমস্যা শুরু হবার সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলে চশমার মাধ্যমে এর প্রতিকার সম্ভব। এছাড়া টরিক লেন্স এবং অপারেশনের সাহায্যেও এই সমস্যা অনেকাংশেই দূর করা যায়।