ছেলেদের বুকের পশমে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তারপরও অনেক ছেলেই বুকের পশম কাটে কেন?
ছেলেদের বুকের পশমে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তারপরও অনেক ছেলেই বুকের পশম কাটে কেন? –
Add Comment
ছেলেদের বুকের পশমে তাদের সুন্দর লাগে এটা ঠিক আবার অনেকেই এটিকে একেবারেই পছন্দ করেন না। কথায় অঅছে যাদের বুকের পশম বেশি তাদের দয়া, মায়া অনেক বেশি আর যাদের বুকের পশম কম হয়ে থাকে তারা অনেক বেশি পাষাণ আর নির্মম হয়ে থাকেন। কিন্তু এর ভিত্তি আদৌ কতটুকু তা গবেষণানির্ভর।
অনেক ছেলে বা পুরুষেরাই বুকের এই পশম স্থায়ীভাবে কেটে ফেলেন। তারা ভাবেন এটা তাদের সৌন্দর্যের হানি করে তাই এর বিনাশ করাই শ্রেয়। আবার অনেকেই পছন্দ করেন। এই বিষয়টি আসলে যার যার ব্যক্তিগত রুচি আর দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারো কাছে একটা বিষয় ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগবে এটাই প্রকৃতির নিয়ম।