জীবনের উদ্দেশ্য কি শুধু টাকা উপার্জন করা?
জীবনের উদ্দেশ্য কি শুধু টাকা উপার্জন করা?
আমি একজন চতুর ব্যাক্তি কে চিনি যিনি আমার ইন্সটাগ্রাম ফিডে ঈর্ষান্বিত করতে পছন্দ করেন।সে একজন ভালো বেতনধারী ইঞ্জিনিয়ার এবং তার ভ্রমণের ছবিগুলো খুবই মনোমুগ্ধকর।
সে হাওয়াইয়ান সৈকতে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে।সে বরফ সাদা পর্বতে স্নোবার্ডিংং এ ব্যস্ত।এবং বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে সে জীবন কে উপভোগ করে।তার কোনো বড় ঘর নেই অথবা কোনো দামি গাড়ি।সে তার টাকা-পয়সার বেশীরভাগ ভ্রমণে ব্যায় করে।সে তার পোস্টগুলোতে যোগ করে #memoriesovermoney
সে ভুল নয়।কারণ যারা অভিজ্ঞতা ও অনুভুতি সঞ্চয়ে টাকা-পয়সা খরচ করে তারা তাদের থেকে বেশী সুখী যারা বস্তুগত জিনিসে বেশী ব্যায় করে। প্রকৃতপক্ষে যারা জীবন অভিজ্ঞতা ও স্মৃতি সঞ্চয়ে বেশী গুরুত্ব দেয় তারাই আত্মতৃপ্তি পায়।বস্তুগত ও জাগতিক জিনিসের প্রতি আমাদের যে শিহরণ কাজ করে তা সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে যায় কিন্তু সুন্দর জীবন অভিজ্ঞতা ও কিছু অনুভুতি আজীবন স্মৃতির মণিকোঠায় রয়ে যায়।
আপভোট দিতে ভুলবেন না কারণ এটাই আরো লিখতে অনুপ্রেরণা যোগায়।ধন্যবাদ।