জীবনের উদ্দেশ্য কী ?
নির্দিষ্ট কোনো একটি বিষয়, জীবনের লক্ষ ও উদ্দেশ্য বলা ঠিক হবে না, আমার মনে হয়।
স্কুলে এই শিক্ষা দেওয়া হয় না, যে অর্থ উপার্জন এই জীবনের উদ্দেশ্য। এই ধারণা আসে কেন? যে বেশি সংখ্যক মানুষের জীবনের উদ্দেশ্য, অর্থ উপার্জন করা।
রাষ্ট্রের’উন্নতি, জীবনের উদ্দেশ্য, এই ধারণার মানুষ তৈরি করা জীবনের উদ্দেশ্য কারোর কাছে।
কারোর কাছে মনের আনন্দে জীবন যাপন করা জীবনের উদ্দেশ্য।
এক এক জনের কাছে জীবনের উদ্দেশ্য এক এক রকম।
এমনও কেউ আছে, যার জীবনে কোন উদ্দেশ্যই নেই।
জীবনের উদ্দেশ্য প্রত্যেক কর্মে মনকে স্থির করা।