জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
Add Comment
মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত।
• টম আর জেরিতো এখন বা’র্ধক্যজনিত রো’গে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে।
•সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• “ইত্যাদি” তেও আজ রসকস নেই।
• “Boost” কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সা! পটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ –• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম!