জীবনের কঠিন সত্যিগুলি কী কী?

    জীবনের কঠিন সত্যিগুলি কী কী?

    Doctor Asked on July 31, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ★#যে_শিক্ষা_ইতিমধ্যেই_অর্জিত_হয়েছে:-

      ১। আমেরিকা তার শ্রেষ্ঠত্ব হারাতে চলেছে।

      ২। চীন একটাও মিসাইল খরচ না করে তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে গেলো।

      ৩। ইউরোপীয়রা অতোটা মেধাবী নয়, যতোটা মনে হয়।

      ৪। ইউরোপ -ম্যারিকা টুর না গিয়েও অবকাশ যাপন করা যায়।

      ৫। ধনীর চেয়ে গরিবের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

      ৬। মূল্যবৃদ্ধিতে মানুষ সর্বদাই সুযোগ সন্ধানী, সে ধনী-গরিব যাই ই হোক।

      ৭। #এই_গ্রহে_মানুষই_প্রকৃত_ভাইরাস।

      ৮। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না।

      ৯।একজন ফুটবলারের চেয়ে একজন স্বাস্থ্য কর্মী বেশি দরকারী।

      ১০। ব্যবহৃত না হলে, তেলের কোন মূল্য নেই।

      ১১। চিড়িয়াখানায় পশু-পাখির অনুভূতি কেমন হয়।

      ১২। প্রকৃতি খুব দ্রুত নিজকে সাজিয়ে-গুছিয়ে নিতে পারে, মানুষের সাহায্য ছাড়াই।

      ১৩। অধিকাংশ চাকুরী ঘরে বসে করা সম্ভব।

      ১৪। ছোট-বড় সবাই জাংক খাবার ছাড়া বাঁচতে পারে।

      ১৫। ছোট ছোট দোষীদের জেলে রাখার দরকার নাই।

      ১৬। স্বাস্থ্য সচেতন বা পরিষ্কার-পরিচ্ছন্নভাবে বাঁচা কঠিন কাজ নয়।

      ১৭।রান্নাঘর শুধু মেয়েদের জন্যে না।

      ১৮। পৃথিবীতে এখনও ভালো মানুষেরা আছেন।

      ১৯) অসময়ে মন্দির মসজিদ গীর্জা কোনও কাজে আসে না। বরং তালা দিয়ে রাখতে হয় এসবের দরজায়।

      ২০) ধর্মের ভেদাভেদ ভ্রান্ত জিনিস। ধর্ম শুধু বিভেদ আর বিবাদ আনতে পারে,অসময়ে বিজ্ঞানই একমাত্র ভরসা।

      ২১)ধর্মের জলসা/কীর্তন অনুষ্ঠান এসব না করে বিজ্ঞান মেলা করতে হবে।

      ২২) অসময়ে কোনও ঈশ্বর আমাদের বাঁচাতে আসেনা। আমাদের সেল্ফ কনফিডেন্সই আমাদের অসময়ের প্রকৃত বন্ধু।

      ২৩)ধর্ম, বর্ণ,জাতি, দেশ ইত্যাদির ভেদাভেদ ভ্রান্ত। আমাদের আসল পরিচয় আমরা হোমো সেপিয়েন্স, আমরা মানুষ। *মানবতা* আমাদের একমাত্র ধর্ম।❤

      নতুন পৃথিবীতে আপনাকে স্বাগত……

      আমার ফেবু বন্ধু : প্রবির সেন এর ওয়াল থেকে নেওয়া

      Professor Answered on July 31, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.