জীবনের কয়েকটি তিক্ত সত্য কী?
জীবনের কয়েকটি তিক্ত সত্য কী?
১. আপনার সফলতায় অনেকেই আপনার পাশে থাকবে, কিন্তু আপনার ব্যর্থতায় তাদের ছোট্ট একটি অংশকে আপনি পাশে পাবেন।
২. আপনার জানা বেশিরভাগ বন্ধুদের কাছেই আপনার সফলতা আপনার প্রতি হিংসার উদয় ঘটাবে। অন্যকথায় আপনার সফলতায় তারা খুশি হবে না।
৩. আপনার বাহ্যিক সৌন্দর্য আপনাকে তুলনামূলক সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণে সাহায্য করে।
৪. আপনার কাছে টাকা পয়সার অভাব থাকলে, সেবা থেকে শুরু করে সম্মান, প্রায় সবক্ষেত্রেই এসবের পরিমাণটা কমে যাবে।
৫. আপনি যতই অন্যের ভালো চান না কেনো, কিছু লোক আপনার ভালো একটুও চাইবে না। কোনো কোনো ক্ষেত্রে তারা আপনার অনিষ্ট করার চেষ্টায় থাকবে।
৬. প্রতিটি মানুষেরই আলাদা আলাদা প্রতিভা আছে, কিন্তু খুব কম মানুষই তার এই প্রতিভার প্রকাশ ঘটাতে পারে।
৭. গভীর সম্পর্কেও যেকোনো সময় ফাটল ধরতে পারে।
৮. নিকটজনের থেকে পাওয়া আঘাতই সবচেয়ে গুরুতর হয়ে থাকে। অনেকক্ষেত্রে তা প্রাণসংশয়কারীও হয় বটে। আত্মহত্যার একটা অন্যতম কারণ বলা যায় একে।
৯. জীবনের চাওয়া পাওয়ার হিসাবটা কখনোই সমাপ্তি পায় না।
১০. আপনি হয়তো কিছু মানুষের প্রিয়জন, তবে আপনাকে প্রয়োজন হিসেবে ব্যবহার করা মানুষের সংখ্যাটাও কিন্তু নেহাৎ-ই কম নয়।