জীবনের কয়েকটি তিক্ত সত্য কী?
জীবনের কয়েকটি তিক্ত সত্য কী?
১. সত্য কথা শুনতে কেউ পছন্দ করে না, তার ওপর যদি সেটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম সোজাসুজি বলা হয়। If you are too honest, you will be left alone.
২. ধরুন, কেউ আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন না। সে তার ভালোবাসার কথা প্রকাশ করল। এবং সবসময়ই প্রকাশ করে যাচ্ছে। একসময় গিয়ে কিন্তু আপনার ব্যাপারটা ভেবে ভালো লাগবে যে কেউ আপনাকে ভালোবাসে।
এক্ষেত্রে আপনি মানুষ হিসেবে নীচের দু’ধরনের যে কোনো এক ধরনে পড়বেন:
ক) ভালো লাগা সত্ত্বেও আপনি তাকে না ঘুরিয়ে সরাসরি বলে দিবেন যে আপনাদের দু’জনের মধ্যে কিছু হওয়া সম্ভব না। এবং তাকে যেতে দিবেন।
খ) আপনি জানেন কিছু হবে না; তবুও আপনি তাকে ধরে রাখতে চাইবেন কারণ আপনার ভালো লাগছে! এবং এভাবে আপনি বিপরীতের মানুষটাকে ভেঙেচুরে দিচ্ছেন অজান্তেই। কারণ ততক্ষণে আপনি একজন টক্সিক মানুষে পরিণত হয়েছেন।
৩. ইংরেজীকে ভাষা নয়, সামাজিক স্ট্যাটাস নির্ণয়ের মাপকাঠি ভাবা হয়।
৪. বিধবা। বিধবাদের ক্ষেত্রে একটা অলিখিত সামাজিক কুসংস্কার: বিধবারা কাইন্ড অফ প্রস্টিটিউট; যে কোনো পুরুষ তার বিছানায় তাদের পেতে পারেন।
৫. প্রতিটি মানুষই তার জীবনপথে একা।