জীবনের কিছু তিক্ত সত্য কোনগুলি?
🔷 পরিবার ছাড়া, আপনার সাফল্যে কেউই খুশি নয়।
🔷 ভালোবাসা কাল্পনিক। স্বার্থ ছাড়া কেউই আপনার বন্ধু নয়।
🔷 আপনার জীবনে প্রত্যেকেরই একটা রোল (নাটকে অভিনেতার ভূমিকা) আছে, তাদের রোল শেষ হয়ে গেলে তারা আপনাকে ছেঁড়ে যাবে। তাই শক্ত হোন।
🔷 প্রত্যেকের জীবনে অর্থের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু দূর্ভাগ্যবশত অর্থের বিনিময়ে আপনি সবকিছু পাবেন না।
🔷 সবার সাথে হাসুন কিন্তু কাউকে বিশ্বাস করবেন না।
🔷 আপনি কী ভাবলেন বা কী করলেন তাতে কারো কিছু যায় আসে না, অন্যেরা আপনাকে নিয়ে ভাবে এটা শুধুই আপনার ধারণা মাত্র।
🔷 সবাই বলে সত্য কথা বল, কিন্তু বাস্তবে কেউ সত্য শুনতে চায় না।
🔷 প্রত্যাশা সবসময় কষ্ট দেয়। তাই অন্যদের থেকে কম আশা করুন বা একদমই আশা করবেন না।
🔷 কখনোই অন্য কারো জন্য নিজের সুখ বিসর্জন দিবেন না।
🔷 একটা সাধারণ জীবনযাপন আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু করার সময় বাঁচিয়ে দিবে।
🔷 যত দ্রুত একা থাকতে শিখে যাবেন, তত দ্রুত জীবনের মানে বুঝতে পারবেন। আপনিই আপনার সেরা বন্ধু।
🔷 কখনোই নিজের রহস্য (সিক্রেট) অন্যকে বলবেন না।