জীবনের কিছু সাধারণ সত্য কী?
জীবনের কিছু সাধারণ সত্য কী?
Add Comment
জীবন বিষয়টা বড়ই সরল, কিন্তু গভীরতার হিসেবে কঠিন। আমার কাছে জীবন হচ্ছে নদী আর নৌকার মত। জীবন হচ্ছে নদী, আর আমরা মানুষেরা হচ্ছি নৌকা। নৌকাকে স্রোতের টানে কিংবা বিপরীতে ভেসে চলতে হয়, জীবনকেও। নৌকায় যেমন বেশি মালপত্র ওঠালে ডুবে যেতে পারে, তেমনি জীবনে বেশি সংযোগ কিংবা বেশি আবেগ আমাদের ডুবিয়ে দিতে পারে। নৌকায় পানি উঠলে ডুবে যায়, জীবনে বেশি সংযোগ আমাদের আটকে রাখে। নদীর মত বহমান হতে পারি আমরা। সামনে যাই আসুক না কেন, তা নিয়ে এগোতে হবে, কিংবা বাক পরিবর্তন করে সামনে এগিয়ে যেতে হবে।
খুব সাধারণ কিছু সত্যের মধ্যে অন্যতম:
- আপনার যা নেই, তা আসলেই নেই।
- সময় হারিয়ে গেলে ফেরত আসে না। আক্ষেপ করলেও সেই সময়ে ফেরতে যাওয়া যাবে না, তাই বর্তমানে থাকাটাই শ্রেয়।
- বাবা-মা ও পরিবারের ৩/৪ সদস্য ছাড়া দুনিয়াতে কেউ আপনার আমার জন্য বসে নেই। বাসে ওঠতে না পারলে কেউ বাস আটকে রাখবে না।
- যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাড়ানো সম্ভব। সেটা প্রেমের সংকটে কিংবা আর্থিক যে কোনো সমস্যা।
- কাগজ-কলম আর মাথা খাটালে দুনিয়ার যে কোনো সমস্যা আপনি একাই সমাধান করতে পারবেন।
- আমরা কত বড় আর কত শক্তিশালী তা নির্ভর করে আমরা চারপাশে কত মানুষকে বড় করতে পারছি, কত বড় মানুষের ছায়ায় আমরা বড় হচ্ছি তার উপর।
- যা শিখতে চান, তা শেখা সম্ভব-যে কোনো সময়েই।
- দিন শেষে আপনি একা।