জীবনের বেদনাদায়ক সত্য কি?
জীবনের বেদনাদায়ক সত্য হলো সংগ্রাম । আসলে মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করে তখন শিশু যুবক এবং অবশেষে বৃদ্ধ । এই তিনটি প্রক্রিয়া সম্পন্ন করে । ছোট বেলায় তার জীবনের বেদনাদায়ক সত্য থাকে আলাদা । যেমন – শিশুকাল থেকে তার সংগ্রাম শুরু হয় । প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলাফেরা করলেও তার পরে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে এবং হাজারো বার পরার পরেও আবারো চলার চেষ্টা করে । এভাবে ধীরে ধীরে মানুষ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে । এরপরে তার পড়াশোনা আরো অনেক কষ্টের মধ্যে কাটাতে হয় । তাদের কাছে এটাই বেদনাদায়ক চিরসত্য ।
আবার যারা যুবক বয়সে তাদের বেদনাদায়ক চিরসত্য আবার আলাদা হয় ।বর্তমান যুগ হল তথ্য প্রযুক্তির যুগ । এই তথ্য প্রযুক্তি যুগে মানুষকে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হয় । মানুষের মধ্যে যে সময়টা রয়েছে সেটি হল একটি নির্ধারিত সময় ( দিনে-রাত্রে মাত্র ২৪ ঘন্টা ) সেই সময়টার মধ্যেই তাদের সব কিছু করে ফেলতে হয় । তাই মানুষ মহা-সংসারের দায়িত্ব নিয়েছে প্রাচীনকাল থেকেই । যখন যেটা তার সামনে আসে তখন সেটাকে নিয়ে তাকে চিন্তা ভাবনা করতে হয় । তার মাথায় সবসময় উপস্থিত বুদ্ধি থাকাটা জরুরি । কারণ সংসারের মধ্যেকার সমস্ত খরচ তাকে কাজকর্ম করে মেটাতে হয় । এ দায়িত্বটি পালন করে পুরুষ ঠিক তেমনি মহিলারাও তাদের মেনটেন করে ফেলতে হয় তাই যুবক বয়সে তাদের বেদনাদায়ক চিরসত্য হলো সংসার জীবন পালন । তাই, মানুষের জীবনে আরেকটি বেদনাদায়ক সত্য হলো তার সাংসারিক জীবন । সাংসারিক জীবনের মধ্যে তার দুশ্চিন্তা হলো সবচেয়ে বেদনাদায়ক একটি বাস্তব সত্য । কারণ সংসারের মধ্যে যে বা মালিক হয় তাকে প্রতিদিনের খরচ হিসাব মতো করার জন্য তার দায়িত্ব পালন করতে হয় ।
আবার বৃদ্ধ বয়সে বেদনাদায়ক সত্য হলো মৃত্যু । কারণ পৃথিবীর সবচেয়ে বাস্তব এবং সত্য কথাটি হলো সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ মানুষ মরণশীল । এ মরণশীল অবস্থা থেকে কারো মুক্তি বা রেহাই নেই । সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । হোক সে ধনী অথবা গরিব অথবা কোন কোম্পানির মালিক সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । মৃত্যুর কাছ থেকে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব নয় । হোক সে লেখক, পাঠক, কবি, সাহিত্যিক, রাজা-বাদশা ফকির-মিসকিন ইত্যাদি । – এই মৃত্যু থেকে কারো রেহাই নেই । তাই বৃদ্ধ বয়সে তারা সবচেয়ে বেশি চিন্তা করেন তাদের ছেলেমেয়েদের নিয়ে যে, তাদের মৃত্যুর পর তাদের ছেলেমেয়েদের কী হবে ? কে কিভাবে বাঁচবে ? তারা কিভাবে সংসার চালাবে ? এ সব চিন্তা-ভাবনা সবচেয়ে বেশি বৃদ্ধ বয়সে তাদের যন্ত্রণা দিয়ে থাকে । তাই , বৃদ্ধা বয়সে বেদনাদায়ক চিরসত্য হল মৃত্যু ।