জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কি হতে পারে?
জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কি হতে পারে?
বেঁচে থাকা। বেচে থাকা সহজ নয়। এই সমাজে বেচে থাকা মানে প্রতিনিয়ত যুদ্ধ করা। সব মানুষই চায় সহজ সরল সুন্দর জীবন যাপন করতে। সহজ সরল জীবন আপনা আপনি হয় না। জীবনকে নিজের মনের মতো করে বানিয়ে নিতে হয়। এজন্য দরকার জ্ঞান। দক্ষ ও যোগ্য লোক তাদের জীবনকে নিজের মনের মতো করে সাজিয়ে নেয়।
জন্ম নেওয়া সহজ। কিন্তু কর্ম করা সহজ নয়। যার কর্ম সুন্দর তার সব সুন্দর। সময় অপচয় না করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই সমাজে আজ যারা প্রতিষ্ঠিত তারা সময়কে কাজে লাগিয়েছে। প্রচুর পরিশ্রম করেছে। স্কিল বাড়িয়ে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলেছে। জীবনে চলার পথ মসৃন নয়। খানাখন্দে ভরা।
আমি নিজেই প্রতিটা মুহুর্ত যুদ্ধ করে চলেছি। ঘরে যুদ্ধ, বাইরে যুদ্ধ, অফিসে যুদ্ধ। একটু সুযোগ পেলেই মানুষ অপমান করতে চায়, অবহেলা করতে চায়, ক্ষতি করতে চায়। কোথাও একটা ভালো মানুষ নেই। চারিদিকে ইতর শ্রেণীর লোক দিয়ে ভরা। এদের সাথে যুদ্ধ করেই টিকে থাকতে হচ্ছে। বারবার ঠকি। মন খারাপ হয়। আমাদের দেশের মানুষ মনে করে, কাউকে ঠকাতে পারলেই জিতে গেলাম।