জীবনে উন্নতি করার সবচেয়ে ভালো উপায় কী?
জীবনে উন্নতি করার সবচেয়ে ভালো উপায় কী?
আত্মনিয়ন্ত্রণ
দেখুন , আমি তো সবার মধ্যে বোঝার সক্ষমতা রয়েছে । যার ফলে আমরা অন্যান্য জীবজন্তুর থেকে আলাদা । আপনি ইতিমধ্যেই জানেন যে কি করলে আপনার জীবনে উন্নতি হবে । আপনি জানেন আপনি কি হতে চান ।
আপনি এও জানেন আপনি সেটা কি ভাবে হবেন । কিন্তু পারছেন না । কারণ আপনি বিভিন্ন আসক্তিতে নিজেকে আসক্ত করে রেখে । আপনি সময়ের কাজ সময় করছেন না । কারণ হয়তো আপনার ইচ্ছেশক্তি ততটা মজবুত নয় । যার ফলেই তো আপনার প্রয়োজন হয় সো কল্ড মোটিভেশনের । বিশ্বাস করুন , এই সো কল্ড মোটিভেশন আপনাকে কখনোই আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে না । এটা ঠিক , এর ফলে হয়তো আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন তবে এটা বেশি সময় টিকবে না । কিছুক্ষণ বা কিছুদিন পর আপনি পুনরায় প্রয়োজন হবে সো কল্ড মোটিভেশনের । কিন্তু এভাবে কতদিন । আপনার প্রয়োজন কন্সিসটেন্সি , ডিসিপ্লিনের । আর তা শুধু আপনার আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভর করে ।
তাই আজ থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করা শুরু করুন । যখন , ডিস্ট্রাকশন আপনাকে নয় আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ শুরু করবেন তখন আপনি সফলতার দিকে পাড়ি দেওয়াও শুরু করবেন । ধন্যবাদ ।