জীবনে এমন কোনো ঘটনা আছে কি, যেটা আপনার পুরো জীবনকেই বদলে দিয়েছিলো?
জীবনে এমন কোনো ঘটনা আছে কি, যেটা আপনার পুরো জীবনকেই বদলে দিয়েছিলো?
হ্যাঁ আছে, সেটা হলো আমার বাবার মৃত্যু। এর আগে কখনও বুঝতাম না যে মৃত্যু জিনিসটা আসলে কি এবং কতটা ভয়ংকর।
আমার পরিবারের একমাত্র পুরুষ সদ্যস্য ছিলেন আমার বাবা । বাবা যখন মারা যান তখন আমরা তিন বোন ছিলাম পড়াশোনা অবস্থায়। স্বভাবতই বেশ কিছু সমস্যা তখন দেখা দিয়েছিল। যাহোক, বাবা মারা যাওয়ার পরে যে জিনিসগুলো আয়ত্ত করেছি,
১.জীবনে কোন সফলতায়ও আনন্দহীন অনুভব করা।
মনে হয়, এটা বাবা দেখলে অনেক বেশি খুশি হতেন। বাবা নেই, তাই কোন আনন্দ লাগে না।
২.কারও বাবা মারা গেলে, এখন বুঝতে পারি তার কষ্টটা কেমন ।
৩.স্বাবলম্বী হওয়ার প্রচন্ড চেষ্টা করা। যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে।
যেসব বিষয়ে আপসোস হয় :
১.কাউকে বাবা ডাকতে পারি না।
২.বেতনের টাকা বাবার হাতে তুলে দিতে পারি না।
৩.ছোটখাটো অর্জনগুলোও যিনি মনোযোগ দিয়ে শুনতেন,সে মানুষটিকে জীবনে উৎসাহের জন্য কাছে পাই না।
৪.তিনি ছোটবাচ্ছাদের অনেক আদর করতেন, আপসোস হয় কোন নাতি নাতনী কে দেখে যেতে পারেননি।
৫.যিনি আমাদের ছোটখাটো অসুখে ও কেমন অস্থির হয়ে উঠতেন, অথচ আজ আমাদের কত বড়ো বড়ো অসুখেও তিনি পাশে নেই!
যে বিষয় অনেক কষ্ট লাগে :
যখন কেউ তাদের বাবাকে নিয়ে গল্প করে তখন নিজের বাবা নেই বলে প্রচন্ড কষ্ট লাগে।
ধন্যবাদ প্রশ্নকর্তাকে আমাকে উত্তর দিতে অনুরোধ করার জন্য।