জীবনে জয়ী হতে কী প্রয়োজন?
আত্মবিশ্বাস বা self confidence শব্দটির মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে।
‘আত্ম’ অর্থাৎ নিজের, বিশ্বাস অর্থাৎ ভরসা। নিজের প্রতি ভরসা।
জীবনে জয়ী তারাই হতে পারে যাদের নিজের উপর ভরসা থাকে।
সম্প্রতি আমার এক নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে। কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলছি। শুনুন।
আমরা দুই বন্ধু মিলে ঠিক করেছিলাম আমাদের যত স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে একটা পিকনিক করবো। তো আমরা দুজন ও সঙ্গে ১৩ জন স্টুডেন্ট হয়েছিল। সবার বয়স মোটামুটি ১৩-১৪র আশেপাশে। শুধু আমরা দুইজন বড় ছিলাম। এবার পিকনিকে রান্নার দায়িত্ব কে নেবে? আমি বাড়িতে হালকা পাতলা রান্না করি। কিন্তু এত বড় রান্নার আয়োজন কখনো করে দেখিনি। আমি সেই বন্ধুর ভরসাই আছি।
যাই হোক, প্রথম দিকে একটু সমস্যা হলেও পরবর্তীতে দুজন মিলে যথেষ্ট সঠিকভাবেই সবকিছু manage করতে সক্ষম হলাম। রান্নাটা বেশ ভালো হয়েছিল স্টুডেন্টরা বলল।
আমিও বেশ খুশি। কিন্তু কিছুদিন পর জানতে পারলাম আসল সত্যিটা। বন্ধুটির মুখ থেকেই শুনলাম,
আরে ভাই আমি তো রান্নাবান্না পারি না, শুধু ম্যাগি বানানো ছাড়া। সেদিন তুই যা বলছিলি আমি একটু আন্দাজে আন্দাজে পরিমাণ বলে দিচ্ছিলাম। তুই যেহেতু বারণ করছিলি না, তাই আমি ভাবলাম ঠিকই দিচ্ছিস হয়তো। আমি তো তোর ভরসায় পিকনিক করেছিলাম।
মানে বুঝলেন ব্যাপারটা? আমি গেছিলাম ওর ভরসায়, আর ও রান্নাবান্না করিয়েছে আমার ভরসায়।
এবং ওর সেই অনুমান সঠিক হয়েছে। একবার নয়,দুইবার নয়, বারবার সঠিক হয়েছে। সেদিন রান্না করার সময় আমি ঘাবড়ে গেলেও ওকে একটুও ঘাবড়ে যেতে দেখিনি।
ও যা বলছিল সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছিল। তাই আমারও সেটা সঠিক মনে হচ্ছিল।
ওই আত্মবিশ্বাসের জন্যই আমরা পিকনিকটা করতে সফল হয়েছিলাম।
তাই আমার মনে হয় আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হতে সাহায্য করে।