জীবনে জয়ী হতে কী প্রয়োজন?
বড় ধরনের ত্যাগ স্বীকার না করে জীবনে সাধারণের বাইরে কিছু করার উপায় আমার জানা নেই। শূন্য থেকে নিজ কর্মের দ্বারা জীবনে বলার মতো কিছু অর্জন করেছে এমন প্রতিটি মানুষ এই ব্যাপারে আমার সাথে একমত হবেন। বাইরে থেকে আমরা শুধু তাদের অর্জনগুলোই দেখি কিন্তু সেই অর্জনের পিছনের হাজারো ত্যাগের গল্পগুলো শুধু তারাই জানেন। আবার অনেক সময় বহু ত্যাগ আর পরিশ্রমের পরও শুধুই ব্যর্থতার দেখা মেলে, তখন আর দেখার মতো কিছুই থাকে না। কাজেই জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে অনিশ্চয়তাই একমাত্র নিশ্চয়তা। তাই এত এত অনিশ্চয়তার মাঝেও যখন শেষ পর্যন্ত অসাধারণ কিছু বাস্তবায়ন সম্ভব হয় তখন আনন্দের চেয়েও অনেক বেশি যা অনুভব করি সেটা হল স্বস্তি এবং কৃতজ্ঞতা।
আজকের মেইড বাই গুগল ইভেন্টে নতুন পিক্সেল নাইন ফোন লাইনআপের অন্যতম আকর্ষণ ছিল জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট এবং জেমিনি লাইভ, দুটোর পিছনেই আমার টিমের সাথে বিগত মাসগুলোতে দিনরাত অবিরাম কাজ করে গেছি। বহুদিন কাজের বাইরে অন্য কোন খবর রাখা হয়নি। অনেকেই বলেন তারাও বিদেশে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন। কিন্ত ব্যস্ততা খুবই আপেক্ষিক বস্তু। পৃথিবীর মাত্র পাঁচটি ট্রিলিয়ন ডলার কোম্পানির একটির বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ যে জেমিনি, তার পিছনে পরিশ্রম করার ব্যস্ততার আকার শুধু যারা সেটা করে তারাই জানবে। আশাকরি সুইজারল্যান্ডে ফিরে গিয়ে জেমিনির নতুন ফিচারগুলো নিয়ে বিস্তারিত লিখবো কিন্তু তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে হবে তাই আজকের মতো এখানেই শেষ করছি।
#জাহিদ সবুর