জীবন আপনাকে কী শিক্ষা দেয়?
জীবন একটি মিথ্যা মায়া। জীবনে যতোই সংগ্রাম করি না কেন, শেষ মেষ সেই কবরেই যেতে হবে। আমার শরীর খেয়ে নিবে ছোট ছোট পোকামাকড়।
আমার অস্তিত্ব খুবই নগন্য। এতো বড়ো মহাবিশ্বে খুব ছোট্ট একটি দুনিয়ায় খুব ছোট্ট একটি দেশে খুব ছোট্ট একটি এলাকায় খুব ছোট্ট একটি বাড়িতে থাকি।
সুখের দিন আমি সবার, দূঃখের দিন আমি শুধুই আমার। সুখের সময় সবাই আমার পিছনে ঘুর ঘুর করে। কিন্তু দূঃখের বেলায় আমাকে একা করে সবাই যার যার মতো চলে যাই।
সেই দূঃখ বয়ে চলতে হয় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। দূনিয়াতে আমার খুজ খবর একজনই রাখে আর সে হলাম আমি। এসেছিলাম একা, যাবোও একা। শুধু শুধু কেন মানুষের কাছে এতো প্রত্যাশা।
যখন অর্থ ও সন্মানের পিছনে ছুটে চলি, তখন মন হেসে বলে, কার পিছনে পাগলের মতো ছুটছিসরে। তর এই টাকা পয়সা, মান সন্মান তকে কি রক্ষা করতে পারবে মৃত্যুর হাত থেকে।
মন বলে তুই যতই টাকা কামাস না কেন। তকে থাকতে হবে কবরে। যার চারদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার। তুই যতোই সন্মানিত হস না কেন। তর দেহ খেয়ে নিবে পোকামাকড়।
যেখানে তর অস্তিত্বই থাকবে না, সেখানে তুই তর নাম দিয়ে করবি টা কি? সবশেষে আমি বড্ড একা। গন্তব্যহীন এক ছেলে।