জীবন কী? জীবনে কী কী প্রত্যাশা করা উচিত?
জীবন কী? জীবনে কী কী প্রত্যাশা করা উচিত?
“জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে বেঁচে থাকার উদ্দেশ্য জানা প্রয়োজন। আপনি যদি আপনার বেঁচে থাকার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা করতে পারেন তাহলে পারিপার্শ্বিক অনেক কিছুর অবাঞ্ছিত প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
কিন্তু যদি সরাসরি কাউকে প্রশ্ন করা হয় যে, আপনার জীবনের লক্ষ্য কী, তাহলে দেখা যাবে যে, শতকরা ৯৫ জনই আমতা-আমতা করছেন। কিছুই বলতে পারছেন না।
অথচ জীবনের কাছ থেকে আপনি কী চান তা যদি আপনার কাছে সুস্পষ্ট না থাকে তাহলে জীবন আপনাকে কোথাও নিয়ে পৌঁছাবে না। আপনি হাল ছাড়া নৌকার মতো জীবনসাগরে শুধু ঘুরপাক খাবেন।”
[লেখাটা এই আর্টিকেল থেকে নেয়া হয়েছে – আগে জানুন আপনি কেন বাঁচবেন ]
আসলে জীবন যে কী তা এক কথায় বলার বিষয় নয়, তা বোঝার বিষয় উপলব্ধির বিষয়।
উপরে একটি লেখার কিছু অংশ ও লিঙ্ক দিলাম। জীবনের চুম্বক অংশটা তুলে ধরা হয়েছে এখানে – যে জীবনকে উপভোগ করতে হলে বেঁচে থাকার উদ্দেশ্য নির্ধারণ করা প্রয়োজন। এটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। আর্টিকেলটিতে উপায়ও বিস্তারিত বলে দেয়া আছে যে কীভাবে জীবনের উদ্দেশ্যকে খুঁজতে হবে নিজের ভেতরে…