জ্ঞানী মানুষদের বৈশিষ্ট্য গুলি কী কী?
জ্ঞানী মানুষদের বৈশিষ্ট্য গুলি কী কী?
Add Comment
- বই পড়াই তাদের প্রধান শখ।
- কথা বলার চেয়ে শোনেন বেশি এবং প্রশ্ন করতে ভালোবাসেন।
- ভেবেচিন্তে কথা বলেন৷
- তারা জানেন যে তাদের ভুল হতেই পারে। তাই কেউ তাদের ভুল ধরলে তারা তাকে ধন্যবাদ জানান।
- শুধু বড় স্বপ্নই দেখেন না। স্বপ্নকে বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করেন।
- ব্যার্থ হলে তারা আশা ছেড়ে দেন না। ভুল থেকে শিক্ষা নেন।
- লোকে কী বলবে সেটা না ভেবেই তারা সঠিক কাজে পা বাড়ান।
- হাসিখুশি থাকতে পছন্দ করেন।