দাড়ি শেভ করার পরে ফিটকিরি ব্যবহার করে কেন?
অধিকাংশ নাপিতের দোকানে দেখা যায় দাড়ি শেভ করার পরে ফিটকিরি ব্যবহার করে। এটি কেন করে থাকে?
Add Comment
ফিটকিরি একপ্রকার অর্ধস্বচ্ছ কাচ সদৃশ কঠিন পদার্থ যার স্বাদ মিষ্টি ও কষা এবং অত্যন্ত শুষ্ক প্রকৃতির। এটি সাধারণত একটি খনিজ দ্রব্য।
ফিটকিরিকে সবচেয়ে সস্তা, কার্যকর ও উপযুক্ত জীবাণুনাশক ওষুধ ও এন্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফিটকারি ব্যবহারে খুব সহজেই ত্বককে ফ্রেশ করা যায়। কারো চামড়া কেটে গেলে, ছিলে গেলে ঐ জায়গা পানিতে ধুয়ে ফিটকিরি দিলে রক্ত পড়া বন্ধ হয়। জীবাণু সংক্রমণ হয় না। এজন্যই দাড়ি শেভ করার সময় নাপিতরা হালকা ফিটকিরি লাগিয়ে দেন।