নিজেকে কিভাবে জানতে পারি?
নিজেকে জানতে হলে আপনার শুদ্ধ আত্তা,পজিটিভ মাইন্ড প্রয়োজন আর কিছুই না।
আপনি কতটা পজিটিভ চিন্তা করেন সেটা কখনো ভেবেছেন? আপনি কেমন আপনি কেমন চিন্তা করেন আপনি নিজেকে কোথায় ১০ বছর পর দেখতে চান ভেবেছেন?
এইটা একদিনের ফল না, আপনি কেমন মানুষের সাথ্র মিশেন, তাদের চিন্তা ভাবনা কেমন এইটা বুঝার উপলব্ধি আপনি না করতে পারলে আপনি নিজেকে কখনোই জানতে পারবেন না, কিছু উপকারি টিপস দেয় কাজে দিবে।
- নিজেকে একা বোধ না করে একাকি থাকার চেষ্টা করুন, তবে নিজেকে সহজে জানতে পারবেন।
- বই পড়ার বিকল্প নেই, বই পড়লে জানতে পারবেন মনিষীরা। চিন্তা ভাবনা, জীবন নিয়ে কি আলোচনা করেছেন নিজের সাথে চেষ্টা করবেন মেলানোর।
- একাকীত্ব মনে না করে স্বাধ গ্রহন করুন, নিরিবিলি কোথাও বসে ভাবুন আপনি মানুষ হিসেবে কেমন,আপনার চিন্তা কেমন,আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা কেমন।
- যত জটিল আর যত খারাপ সময় আসুক আবেগি চিন্তা কখনোই করবেন না বিবেক নিয়ে ভাববেন এটা আপনাকে কিছু বছর উপলব্ধি করাবে আসলেই আপনার চিন্তা চেতনা আলাদা আপনি মানুষটি আলাদা।
- কম বন্ধু করুন তবে বিশ্বাসী, না থাকলে আরো ভালো কারণ বন্ধু চিরস্থায়ী নয় সুযোগ পেলে আঘাত করবে আপনাকে নিচ করবে।
নিজেকে জানতে হলে আপনার আশেপাশের পরিবর্তন করুন নিজেকে আগে গুছিয়ে নিন দেখতে ধিরেধিরে জানতে পারবেন আসলে আপনি কি চান,কেমন চিন্তা করেন, মানুষটি কেমন।