নিজেকে নাকি অন্যকে, কাকে বোঝানো কঠিন?
নিজেকে নাকি অন্যকে, কাকে বোঝানো কঠিন?
Add Comment
অবশ্যই নিজেকে বোঝানো অনেক কঠিন।
কারন আমরা মানুষ নিজেদেরকে পন্ডিত মনে করি এবং মনে করি যে নিজেরাই সবকিছু জানি। এবং মনের দিক দিয়ে আমি খুব ভালো মানুষ আমার মত মানুষই হয় না।।
কিন্তু অপরকে বোঝাতে হলে নিজে ভালো না খারাপ এটা বিবেচনা না করে আমরা অন্যকে সুযোগ পেলেই বোঝাতে চাই। চাই তার ভালো লাগুক বা না লাগুক। কিন্তু আমরা কোন ভুল করলে আমরা এটাকে তেমন পাত্তা দেয় না নিজের ভুল হলে আমরা সেটাকে ভুল মনে করিনা। তাই নিজের ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে বোঝানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আমার মতে নিজেকে বোঝা বা বোঝাতে পারা এটি একটি অনেক কঠিন কাজ।