নিজেকে মানসিকভাবে চাঙ্গা কিভাবে রাখবো?
নিজেকে মানসিকভাবে চাঙ্গা কিভাবে রাখবো?
ছেলেদের জন্য:
একটা কথা আছে বাঙলায় সেটা হল জিতে গেল পতিতা হেরে গেল সততা।হুম তো ঠিক আছেতো দুটোকে ধরলে এরকমই হবে।কারণ পতিতা ও সততা ঐকজন আরেকজনের শত্রু।একটা দেখা যায় আরেকটা দেখা যায় না। আর সততা এই দুটোর মধ্যে কাকে নেবেন সেটাও তো একটা কথা।তো যেকোন একটাকে নিন অন্যটাকে ছেড়ে দিন।যদি মনে হয় আপনি নারীসঙ্গ ছাড়া বাচবেন না তো খুজুন আপনার পছন্দসই মেয়েকে।এই জামানায় তো না পাওয়ারই কথা।এবার যদি দেখেন পতিতাই কপালে জুটছে তো পতিতা অর্থাৎ নষ্টা মেয়েদের বিয়ে না করে সততার সাথে বাচুন।এই সততাই হোক আপনার স্ত্রী।কিকরে করবেন? কর্মক্ষেত্রে সৎ থেকে।
মেয়েদের জন্য:
একটু ঝগড়া অশান্তি বা জোরে কথা বলা বন্ধ করুন।নাহলেতো ব্লাডপ্রেসার বেড়ে যাবে, শরীর খারাপ করতে পারে।যাকে তাকে গালমন্দ করলে মানসিক শান্তি তো পাবেন না।উল্টে ওটার অদৃশ্য প্রভাব আপনাকে বিরক্ত করতেই থাকবে।তারপর ছুটবেন জ্যোতিষী অথবা তান্ত্রিকের কাছে।তারা কি করবে আপনার কাছ থেকে টাকাই নেবে একের পর এক দফায়।কাজ বেশী কিছু হবে না।তো সেইজন্য প্রথমে ভদ্র ব্যবহার করুন তারপর আরেকজনকে ভদ্রভাবে কথা বলতে বলুন।নিজে রুঢ়ভাষী হয়ে আরেকজনকে ভদ্রভাবে কথা বলতে বললেতো মানসিক শক্তি শেষ হয়ে যাবে।