নিজেকে সবসময়ে ব্যস্ত বলে অহংকারের সাথে প্রতিপন্ন করার চেষ্টা কেন বন্ধ করা উচিত?
নিজেকে সবসময়ে ব্যস্ত বলে অহংকারের সাথে প্রতিপন্ন করার চেষ্টা কেন বন্ধ করা উচিত?
Add Comment
- আসলে আমরা যখন অন্যের মুখ থেকে তাদের ব্যস্ততার কথা শুনি তখন আমাদের মাঝে এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়।
- কেউ কাউকে ব্যস্ততা দেখালে এটা মেনে নেয়া অত্যন্ত কষ্টের।
- আর বলে-কয়ে ব্যস্ততা দেখান একমাত্র বোকারাই।
- ব্যস্ততা দেখানোর কিছু নেই এতে করে অন্যের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে।
প্রকৃত ব্যস্ত এবং জ্ঞানী লোক কখনোই কাউকে জানান দিয়ে ব্যস্ততা প্রকাশ করে না।তারা কৌশলে মানুষকে নিজের ব্যস্ততার কথা বুঝিয়ে থাকেন।কিন্তু সরাসরি মুখের উপর বলে দেন না যে সে ব্যস্ত।এটা অত্যন্ত বাজে শোনায় এবং শুনতে দাম্ভিকতার মত লাগে।