নিজের কথা গোপন রাখা মানেই নিজেকে রক্ষা করা, আপনার কী মনে হয়?
নিজের কথা গোপন রাখা মানেই নিজেকে রক্ষা করা, আপনার কী মনে হয়?
আমার মনে হয় এমন মানুষদের কোনো প্রকৃত বন্ধু নেই; শুধু তাই নয়, এরা কোনো সম্পর্কেই প্রকৃত অন্তরঙ্গতার অনুভূতি পায়নি কারণ এমন মানুষরা vulnerable হতে ভয় পায় । কাউকে বিশ্বাস করা এদের চোখে একটা দুর্বলতা মাত্র ।
হ্যাঁ, এটা ঠিক যে নিজের ব্যক্তিগত কথা সবার সাথে ভাগাভাগি করার জন্য নয় কারণ কিছু ব্যক্তি নিজের স্বার্থে তা আপনার বিরুদ্ধেই অস্ত্রের মতো প্রয়োগ করতে পারেন । কিন্তু একইসাথে এটাও সত্যি যে কোনো সম্পর্কে ঘনিষ্ঠতার জন্ম দিতে হলে অপর মানুষটিকে বিশ্বাস করতে পারা প্রয়োজন । আর বিশ্বাস করার একটা পরিণতিই হল তাঁর সাথে নিজের গোপন কথা ভাগ করে নিতে পারা ।
আসলে আমরা অদ্ভুত প্রাণী; অন্যের মধ্যে যা-কিছু শক্ত-সক্ষম-সাবলীল-দৃঢ় তা আমাদের মুগ্ধ করতে পারে কিন্তু যা কিছু দুর্বল-অক্ষম-আড়ষ্ট-ভঙ্গুর একমাত্র তার প্রকাশ আমাদের মধ্যে সমব্যাথিতার ও অন্তরঙ্গতার অবকাশের জন্ম দিতে পারে । নিজেকে রক্ষা করাটা প্রধান হলে হয়তো অনেক মানসিক যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়া যায় কিন্তু সেইসাথে অনেক গভীর অনুভূতির সুখস্মৃতি থেকেও নিজেকে বঞ্চিত রাখতে হয় ।
জীবন একটাই, মৃত্যুতেই সবকিছুর অন্ত । সেটাও কি এইভাবে কাটিয়ে দেওয়ার জন্য?