নিজের মূর্খতা সম্পর্কে ভাবলে আপনার কী মনে হয়?
নিজের মূর্খতা সম্পর্কে ভাবলে আপনার কী মনে হয়?
Add Comment
আমি তো সারাজীবনের বোকা। যতবারই আমার বোকামির কথা ভাবি বা কোন কিছু করার পরে যখন বুঝতে পারি যে এটা আমার বোকামি ছিল তখন ভাবি, “হায় আল্লাহ!!কি বোকাটাই না আমি
তবে এই প্রশ্নটি দেখে ছোটবেলার একটা কাহিনি মনে পরলো। ছোটবেলায় আমি ডিম খুব পছন্দ করতাম, আবার গ্রামের বাড়িতে হাসও ছিল তখন। তো মেঝো আপু আমাকে একদিন কানে কানে বললেন, “আজকে একটা হাসই ডিম পাড়ছে, তকে ভেজে দিব। কিন্তু, তুই আর কাওকে বলিস না”(কেননা ভাইবোন বেশি।আপু আমাকে বেশি আদর করতো বিধায় লুকিয়ে বলছিল কথাটা। যেন কাওকে ভাগ দিতে না হয়) কিন্তু বড় আপু যখন আমাকে বললেন, “কি রে ও তোকে কানেকানে কি বললো?”আমি তখন বড় আপুকে বললাম যে “মেঝো আপু আমাকে একটা ডিম ভেজে দিবে কিন্তু কাওকে না বলতে বলছে এই জন্য তোমাকেও বলব না।”