|
পরিবেশ ধ্বংসের কারণ কি কি?
বায়ু, মাটি ও পানি পরিবেশের তিনটি
প্রধান উপাদান। এগুলো দূষণের ফলেই
পরিবেশ দূষিত হয়। নিচে পরিবেশ
দূষণের তিনটি কারণ বর্ণনা করা হলো
ক. অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ ,
শিল্পকারখানা স্থাপন, যানবাহন
চালানো, ভাটায় ইট পোড়ানো ইত্যাদি
কারণে বায়ু দূষিত হচ্ছে। ফলে পরিবেশ
দূষিত হচ্ছে।
খ. খাদ্য উৎপাদন বৃদ্ধির
জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ
করা হচ্ছে, কীটনাশক ব্যবহার করা
হচ্ছে । এসব বৃষ্টির পানির সাথে বা
বিভিন্নভাবে পুকুর, ডোবা, খাল, বিল
নদীর পানিকে দূষিত করছে। এগুলো
ছাড়াও কলকারখানার বর্জ্য , বাড়ির
ব্যবহূত আবর্জনা ইত্যাদির মাধ্যমেও
নানাভাবে পানি দূষিত হচ্ছে। অনেকে
পুকুরে বা জলাশয়ের ওপরে কাঁচা
পায়খানা তৈরি করছে। এতেও পানি
দূষিত হচ্ছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে।
গ. কৃষিক্ষেত্রে ব্যবহূত অতিরিক্ত
রাসায়নিক সার ও কীটনাশক মাটিকে
দূষিত করছে। ফলে মাটির উর্বরতা
নষ্ট হচ্ছে। এছাড়াও হাসপাতালের
বর্জ্য , প্লাস্টিক , পলিথিন ইত্যাদির
কারণে মাটি দূষিত হয়। ফলে পরিবেশ
দূষিত হয়।
পরিবেশ দূষিত হওয়া মানেই পরিবেশ ধ্বংস হওয়া।